বিনা মূল্যে। আকর্ষণীয়। কার্যকর।
ডুয়োলিংগোতে ভাষা শেখা মজার একটা কাজ! গবেষণায় দেখা গেছে, এটি বেশ কাজেও দেয়! ছোট্ট ছোট্ট লেসন শেষ করার মধ্য দিয়ে পয়েন্ট জিতবেন, আর উঠে যাবেন একের পর এক ধাপ বেয়ে। আর সেই সাথে অর্জন করবেন বাস্তব জীবনে যোগাযোগের দক্ষতা।
বিজ্ঞানসম্মত
গবেষণা থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে তৈরি করা পদ্ধতি এবং আকর্ষণীয় সব কন্টেন্টের এক সুষম সমন্বয়ে আমরা গড়ে তুলেছি রিডিং, রাইটিং, লিসেনিং, ও স্পিকিং স্কিল শেখার কার্যকর এক উপায়!
আগ্রহ ধরে রাখুন
খেলার মতো ফিচার আর মজার সব চ্যালেঞ্জ দিয়ে ভাষা শেখার অভ্যাস গড়ে তোলার রাস্তাটা আমরা সহজ করে দেই। সেই সাথে প্র্যাকটিস করার কথা বারবার মনে করিয়ে দিতে আমাদের সবার প্রিয় মাসকট, ডুয়ো নামের প্যাঁচাটি তো সদাই হাজির।
নিজের মতো শেখা
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভাষাবিজ্ঞানের সেরা প্রযুক্তির সমন্বয়ে তৈরি প্রতিটি লেসন আপনাকে সাহায্য করবে সঠিক মাত্রা ও গতিতে নতুন একটি ভাষা শিখতে।